আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মাদকসহ ট্রেনে যাত্রা, যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪০ পিস অ্যাম্পুল ইঞ্জেকশনসহ ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে বাম পায়ের উপরের অংশে কস্টেপ দিয়ে মোড়ানো ৪০ পিস অ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ফারুক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। রোববার (২০ নভেম্বর) সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিলফামারী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছালে চ নম্বর বগিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে ওই ট্রেনে আসা মাদক কারবারি ফারুকের দেহ তল্লাশিকালে তার বাম পায়ের উপরের অংশে কস্টেপ দিয়ে মোড়ানো ৪০ পিস অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ও চুরিসহ তিনটি মামলা রয়েছে। ফারুককে জেলহাজতে পাঠানো হয়েছে।