reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২২

বিপৎসীমার ২১ সে.মি ওপরে তিস্তার পানি

ছবি : সংগৃহীত

সম্পর্কিত খবরউজানের ঢলে লালমনিরহাটে অসময়ে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্ধী হয়েছে পড়েছে।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার মঙ্গলবার (২ আগস্ট) সকালে ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানির চাপে তিস্তা ব্যারেজের ৪৪টি গেইট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানিতে লালমনিরহাট জেলায় ৫টি উপজেলার ৩০টি ইউনিয়নের মানুষ পানিবন্ধী। তিস্তার পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত ও ভেসে গেছে পুকুরের মাছ। বন্যার পানিতে সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, মহিলখোচার গোবধন, পাটিকাপাড়া, সানিয়াজানসহ ৪০টি গ্রামে মানুষ পানিবন্ধী।

বন্যার পানিতে তলিয়েছে বিছানা, রান্নার চুলা, টিউবয়েল। লোকজন আশ্রয় নিয়েছে উঁচু বাধে। তিস্তার পানির স্রোত গাইবান্ধা, বগুড়ার দিকে যাচ্ছে। তবে সময় যত যাচ্ছে তত পানির চাপ বাড়ছে তিস্তায়। ফলে নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিকালের পর পানি কমার সম্ভাবনা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিবিয়া,তেলবাহী ট্যাঙ্কার,বিস্ফোরণ,বেন্ত বায়াহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close