সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২০

২৪ ঘণ্টার মধ্যে সুন্দরগঞ্জে পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ

সুন্দরগঞ্জে পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেয়া হয়েছে।

রোববার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে করোনা ভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য- চাল, ডাল, আটা, তেল, লবণ, মসলা, পেঁয়াজ, রসুন, আদা, আলু, হেক্সিসল, স্যাভলন, ডেটলসহ বিভিন্ন পণ্য-দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। এসব নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্যের নির্ধারিত মূল্য তালিকা ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীদেরকে নিজ নিজ দোকানে ঝুলানোসহ প্রতিটি পণ্যের বিক্রয় বাবদ ভোক্তাদেরকে নির্ধারিত রশিদ প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পণ্যের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close