কুষ্টিয়া প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৮

কুষ্টিয়া পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি

ছাটাইয়ের প্রতিবাদ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডারদের ছাটাইয়ের প্রতিবাদ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতিসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের মূল ফটকের সামনে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ তাদের দাবি তুলে ধরা হয়।

কর্মীরা জানান, বিদ্যমান যে কাজে তারা নিয়োজিত আছেন তা কর্ম অভিজ্ঞতার বিবেচনায় অবিলম্বে স্থায়ীরকরণসহ ছাটাইয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতির কুষ্টিয়া সদর দপ্তরের জেনারেল ম্যানেজার হারুন উর রশিদ জানান, চাকরির শর্তানুযায়ী আন্দোলনকারীদের এই অন্যায্য দাবি আমাদের পক্ষে মানা সম্ভব নয়। এই আন্দোলনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,পল্লী বিদ্যুৎ,চাকরি,স্থায়ীকরণ,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close