আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

মেয়াদ উত্তীর্ণ ওষুধ : ২৫ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখা এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ছয়টি ফার্মেসীকে ২৫ হাজার ৫শ’ টাকা জরিমানা ও বিপুল ওষুধ জব্দ করেন।

বুধবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। এসময় বগুড়ার ওষুধ তত্ত্বাবধায়ক কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, আদমদীঘি উপজেলা গেটের সামনে আলতাফ ফার্মেসীকে ১০হাজার টাকা, সাওইল বাজারের জাহিদুল ফার্মেসীকে ১ হাজার ৫শ’, তৃষা ফার্মেসীকে ৪ হাজার, মৃদুল ফার্মেসীকে ৩ হাজার, সরদার ফার্মেসীকে ৫ হাজার ও পশুসেবা কেন্দ্রকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেয়াদ উত্তীর্ণ,ওষুধ,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close