reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০১৮

চট্টগ্রামে চিকিৎসা সেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

চট্টগ্রাম মহানগরীর ম্যাক্স হাসপাতালে রোববার সকালে অভিযান চালায় র‌্যাব। অভিযান চলাকালেই ধর্মঘটের ডাক দেয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। আর এই ধর্মঘটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।

এদিন গৃহবধূ রুমানা আক্তার মহানগরীর বিভিন্ন হাসপাতালে যান তার মেয়েকে ডাক্তার দেখাতে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, রোগীদের জিম্মি করে চিকিৎসা বন্ধ করা এটা কোন ধরনের হাসপাতাল।

শনিবার সিএসসিআর হাসপাতালে ডাক্তার দেখান চকরিয়ায় আবু আলম। ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা করতে দেন। আজ পরীক্ষার রিপোর্ট ডাক্তারকে দেখানোর কথা। কিন্তু চিকিৎসককে না পেয়ে ফিরে যান তিনি।

ডাক্তার দেখাতে নোয়াখালী থেকে মাকে নিয়ে এসেছিলেন মরিয়ম বেগম। তিনি বলেন, মা খুব অসুস্থ। তাই সিরিয়াল নিয়েছিলাম। কিন্তু ডাক্তার দেখাতে পারলাম না।

তারেক নামের এক রোগীর সঙ্গে আসা একজন বললেন, এভাবে ধর্মঘটে যাওয়া অমানবিক। এতে রোগীরা অনেক কষ্ট পাচ্ছে।

এদিকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালগুলোতে ভর্তি থাকা রোগীরা এই ঘোষণার আওতায় পড়বেন না। তাদের চিকিৎসা চলবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,চিকিৎসা সেবা,ভোগান্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist