reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০১৮

পবিত্র মাহে রমজানে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

বাজারে মূল্য স্থিতিশীল রাখতে আসন্ন পবিত্র মাহে রমজানে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই লক্ষ্যে ২ হাজার মেট্রিকটন চিনি, ১ হাজার ৫০০ মেট্রিকটন মশুর ডাল, ১ হাজার মেট্রিকটন বা ১০ লাখ ৮৬ হাজার ৯৫৭ লিটার তেল, ১ হাজার ৯৫৫ মেট্রিকটন ছোলা এবং ১০০ মেট্রিকটন খেজুর ক্রয়ের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অুনষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন সভায় অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ছোলা ও মশুর ডাল অতি দ্রুত চট্টগাম বন্দরে এসে পৌঁছবে এবং তা খালাস করে টিসিবির সব আঞ্চলিক কার্যালয়গুলোতে গুদামজাত করা হবে এবং রমজান উপলক্ষে বিভাগীয় ও জেলা শহরগুলোতে ১৮৭টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য ভোক্তা সাধারণের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। ডিলারের মাধ্যমে ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে। এছাড়া রমজান মাসে পণ্যসামগ্রীর মূল্য যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি করবে বলেও সভায় জানানো হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টিসিবি,মাহে রমজান,নিত্যপণ্য,সাশ্রয়ী মূল্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist