reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ এবং সার্বিক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close