reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০২৩

পূবালী ব্যাংক ও মাহকটা মেডিকেল সেন্টারের মধ্যে সমঝোতা

পূবালী ব্যাংক লিমিটেড এবং মালয়েশিয়ার মাহকটা মেডিকেল সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল এবং মাহকটা মেডিকেল সেন্টারের মার্কেটিং ডিরেক্টর তান কীন হিন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, জেন হেলথ্ ৩৬০-এর চেয়ারম্যান এস এম আলতাফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের সব কার্ডহোল্ডারগণ মাহকটা মেডিকেল সেন্টারে সব ধরনের হাসপাতাল খরচ, মেডিকেল চেকআপ, অ্যাসথেটিক ও লেজার চিকিৎসায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close