reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মার্চ, ২০২৩

রংপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৩

২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের রংপুর সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) রংপুর সার্কেল কর্তৃক আয়োজিত রংপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলমের সভাপতিত্বে¡ এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ সার্কেলাধীন সব নির্বাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ২০২৩ সালে প্রদেয় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা এবং সব সূচক উন্নীত করা ও খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনার পাশাপাশি আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরো উন্নত করা, শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোনো ঋণ যাতে শ্রেণিকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close