reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের চুক্তি

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখা এবং বিশেষ করে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করে। দেশের ৪৯টি ব্যাংক এতে অংশ নেয়। এ উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে বিভিন্ন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন।সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close