
মিডল্যান্ড ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডর রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন এবং এনআরবি ব্যাংকিং এর অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন ৩০ জুলাই ব্যাংকের গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে সভাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনসের প্রধান মো. রাশেদ আক্তার, ক্লাস্টার প্রধান, শাখা ও উপশাখা ম্যানেজার, কার্ড ডিভিশনের প্রধান, ম্যানেজার ইসলামী ব্যাংকিং উইন্ডো, ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং এনআরবি ব্যাংকিংয়ের দায়িত্বপ্রাপ্ত নাফিসা চৌধুরী সভায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের শাখা ও উপশাখা, কার্ড ডিভিশন, ইসলামী ব্যাংকিং উইন্ডো, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং এনআরবি ব্যাংকিংয়ের ২০২২ সালের ৩০ জুনভিত্তিক অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২২ সালের জন্য বার্ষিক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে উন্নত গ্রাহক সেবা এবং গ্রাহকদের অর্থনৈতিক প্রয়োজনীতা নিরূপণ কল্পে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সব কর্মকর্তাদের নির্দেশ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"