নিজস্ব প্রতিবেদক

  ২০ জুন, ২০২২

বন্যাকবলিত এলাকায় বিশেষভাবে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ

সিলেট-সুনামগঞ্জসহ বেশ কিছু এলাকায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এ ছাড়া রংপুর, কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদণ্ডনদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এসব এলাকার গ্রাহকদের নিকটবর্তী শাখায় জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, ব্যাংকের যেসব শাখা ও উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব শাখা ও উপশাখাগুলোর কার্যক্রম বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close