নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৮

ঈদকে সামনে রেখে রেমিট্যান্স পাঠানো বেড়েছে

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বেড়েছে। চলতি আগস্ট মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৯৩ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তার মধ্যে এক সপ্তাহেই (১১-১৭ আগস্ট) এসেছে প্রায় ৪৩ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ধারাবাহিকতায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে সুখবর নিয়ে শুরু হয় নতুন অর্থবছর। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩১ কোটি ৭০ লাখ (১.৩১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই মাসে ১১১ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। ঈদের আগে পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক এবং ব্যাংকাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close