অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
সুমন বনিক
জলকাব্য
কার-পরাণের ছবি ওঠে
জলের আয়নায় ভেসে
ডুবসাঁতারে নাগাল না-পাই
ভবের গাঙ্গে এসে!
জলের গজল শুনতে-শুনতে
যায়-চলে-যায় বেলা
কালের স্রোতে ভাটির টানে
কেমন হেলাফেলা!
জলের দেহে জলের খেলা
প্রাণের নড়াচড়া
সৃষ্টি-মূলে জলের কাব্য
শস্য-বসুন্ধরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন