reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

মাসুদ অর্ণব

পোষা

কেউ কুকুর পোষে, কেউ বিড়াল পোষে

কেউ খাঁচায় পাখি পোষে; আমার জীবনে

এমন কিছু পোষার শখ ছিল না কখনো।

আজো নেই। তবে, আমি কিছু দুঃখ

পোষতে চেয়েছি অনেক সময়, পারিনি।

দুঃখ পোষতে গেলেই আমার ভেতরে

কাচ ভাঙার শব্দ পাই। দুঃখ পোষতে গেলে

হীরক না, হৃদয়খচিত একটি আকাশ লাগে।

খাঁচায় পাখি পোষা গেলেও দুঃখ পোষা

যায় না কখনো। আমি চাই- দুঃখও

আমার মাঝে থাকুক স্বেচ্ছায় চলে যাওয়া

ছোট ভাইটির মতো, কিংবা প্রায় এক জীবন

ভুল পথে হেঁটে যাওয়া পথিকের মতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close