reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

মাহফুজ রিপন

ভেজা চোখ

নিয়তির নিপুণ আহ্বানে

ভোরের সুরুজ গলে পড়ছে।

সন্তর্পণে চলি- মৃত্যুক্ষুধা বুকে

শিশিরের শব্দে অধরার পিছুটান

আমায় নির্বাসন দেয় দুপুর বেলায়।

জানি অভিমানী ভেজা চোখ আর

দেখাবে না! এক আশ্চর্য মাইদ্যানে-

ভাঁটফুল ফুটে যাবে প্রেম জ্বালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close