হা মীম কে ফা য়ে ত

  ২৭ মে, ২০২২

দশ টাকা

দশটা টাকার দরকারে আমি

কতকাল, কতখানে গেছি

কেউ আমারে দশটা টাকা দেয় না

এক টাকার কয়েন দেয়, দুই টাকা দেয়

ছেঁড়া, মোচড়ানো পাঁচ টাকাও দেয়

কেউ আমারে দশ টাকা দেয় না

দুইশ পাঁচশ হাজার তো আমার কাছেই আছে

বিশ পঞ্চাশ একশও আছে, দশ টাকা নাই

আমার লাগবে দশ টাকা

একটা দশটা টাকার জন্য আমার কিছুই ভাল্লাগতেছে না

মনটা সারাক্ষণ কান্দে, হাউমাউ করে কান্দে

কেউ আমারে দশটা টাকা দেয় না

কত মানুষের কাছে কত দশ টাকা

শুধু, আমার কাছেই নাই

সবার কাছে আছে, আমার কাছে নাই কেন

কেন নাই আমার দশ টাকা, বুঝতেছি না

সবার লগে আমার পার্থক্যটাও বুঝতেছি না

পার্থক্য থাকলে বোঝাও, নইলে আমারেও দশ টাকা দেও

সবার সব দশ টাকাই আমারে দিয়া দেও

সবার অন্তরে দশ টাকা না থাকার হাহাকার তৈরি করো

সবাই, কাইন্দা সবকিছু ভাসায়ে ফেলুক

তারপর অতঃপর অবশেষে

সবাইরে বলো আমার কাছে দশ টাকার জন্য আসতে

সবাইরেই আমি দশ টাকা করে দিমু, দশ টাকা

কাউরেও এক টাকার কয়েন, দুই টাকা বা

ছেঁড়া, মোচড়ানো পাঁচ টাকা দিমু না

সবাইরেই আমি দশ টাকা দিমু

সবাইরে তাদের সব দশ টাকা দেওয়ার পর

আমার কাছে যখন আর একটা দশ টাকাও থাকবে না

তখন কি আমারে দশটা টাকা দিবা, প্রভু!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close