ফোরাহ ফারুখজাদ

  ২৩ আগস্ট, ২০১৯

পাখিটি স্রেফ একটি পাখি ছিল

পাখিটি বলেছিল:

‘কী উজ্জ্বল একটা দিন, কী তরতাজা বাতাস!

বসন্ত এসে গেছে।

আমি অবশ্যই আমার সঙ্গীর খোঁজ করব।’

পাখিটি উড়ে গেল তারের প্রান্ত থেকে।

পাখিটি উড়ে গেল মেঘের দিকেÑ

আর দ্রুত অদৃশ্য হয়ে গেল।

ঠিক একটা আকাক্সক্ষার মতো,

ঠিক একটা প্রার্থনার মতো,

ঠিক একটা ফিসফিসানির মতো,

পাখিটি বিস্তৃত হলো দূরে আর দিগন্তেÑ

বাতাসে।

পাখিটি ছোট্ট ছিল।

পাখিটি হালকা ছিল।

পাখিটি উজ্জ্বল ছিল না।

পাখিটি একা ছিল,

কিন্তু পাখিটি, ভালো,

যথার্থ স্বাধীন ছিল।

আকাশে,

পাহাড় আর পথের ওপরে আর নিচে,

ট্রাফিক আলো আর ‘থামুন’ সাইনবোর্ডের ওপরে

পাখিটি ক্রমাগত উড়েছিল।

আর তার স্বপ্নের শান্তির চূড়ায়,

সে অবশেষে অনুভব করেছিল সময় আর মহাশূন্যকে।

পাখিটি, বেশ, স্রেফ একটি পাখি ছিল।

পাখিটি, বেশ, যথার্থ মুক্ত ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close