রংপুর ব্যুরো

  ২০ অক্টোবর, ২০২৪

রংপুর বিভাগীয় ইমাম সমিতির অভিষেক

রংপুর বিভাগীয় ইমাম সম্মেলন ও মহানগর নির্বাহী কমিটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আয়োজনে মহানগর ইমাম শাখার সভাপতি অধ্যক্ষ আজগর আলী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী আবু হোরায়রাসহ বক্তারা বলেন, সমাজব্যবস্থাকে প্রবাহিত করতে হলে নিজেকে আগে প্রবাহিত করতে হবে। তাহলেই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আগামী দিনে আমাদের সরকার গঠন হলে স্কেল গেজেট কারণ বিষয়ে তুলে ধরা হবে।

ইসলামিক ফাউন্ডেশনকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। রংপুর বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে। তিনি আরও বলেন, ইমাম সমিতি করেছি সব দাবিদাওয়া বাস্তবায়ন করবার জন্য। রংপুর বিভাগে প্রায় ৪০ হাজার মসজিদ রয়েছে। ৫৮০০ কমিটির শাখা রংপুর বিভাগে গঠন করতে হবে। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার লক্ষ্যে। আগামী দিনে ইসলাম রাষ্ট্র কায়েম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে মহানগর ইমাম কমিটিকে শপথ বাক্যপাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু হোরায়রা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব শাহ নজরুল ইসলামসহ রংপুর বিভাগের আট জেলার ইমামরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close