নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০২৪

রাজউকের অভিযান

উত্তরায় কয়েকটি হোটেল-রেস্তোরাঁ সিলগালা

রাজধানীর উত্তরায় রাজউকের অভিযানে কয়েকটি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় খাজানা রেস্টুরেন্ট, ম্যাডল্যান্ড চায়না, দা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়েকটি ভবনে অভিযান পরিচালনার সময় ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। তাদের কাছ থেকে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নেওয়া হয়েছে। এ ছাড়া প্যারাডাইস ভবনের ১৪ তলা ভবনের ৬ তলা পর্যন্ত কমার্শিয়াল থাকলেও বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছে। এজন্য প্যারাডাইস ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close