কুবি প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কক্ষের ফ্যান বন্ধ করা নিয়ে দুই শিক্ষার্থীর মারামারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হলে একটি কক্ষের ‘ফ্যান ছাড়া’ নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫১৮ নম্বর কক্ষে বিকেল ৪টায় এ মারামারি হয়।

মারধরের আহত সজীব শেখ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী। এছাড়া মারধরে অভিযুক্ত শিক্ষার্থীর নাম আবু সাঈদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাজবাড়ী জেলায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি থেকে এসে সজীব কক্ষে ঢুকে ফ্যান চালান। ফ্যান চালানোর পর রুমমেট সাঈদ উগ্রভাবে বলেন, ‘এই ফ্যান দিসস কেন? ফ্যানে ময়লা, ফ্যান বন্ধ কর।’

এর উত্তরে সজীব বলেন, ‘আমি ২ মিনিট পর ফ্যান অফ করে দিচ্ছি।’ কিন্তু সাঈদ তৎক্ষণাৎ ফ্যান বন্ধ করার কথা বলে নিজেই বন্ধ করেন। পরে সজীব পুনরায় ফ্যান চালু করলে সাঈদ উত্তেজিত হয়ে লোহার মোটা পাইপ দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন। এ সময় সজীবের হাতে আঘাত লাগে। একপর্যায়ে পার্শ্ববর্তী কক্ষের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হুমায়ুন বলেন, ‘আমি রুমে এসে দেখি সাঈদ খুবই উত্তেজিত। তার হাতে লোহার মোট পাইপ ছিল। এ সময় সে সজীবকে আঘাত করে। আঘাত মাথায় না লেগে হাতে লাগে এবং হাতে ক্ষত হয়ে যায়।’

ভুক্তভোগী শিক্ষার্থী সজীব শেখ বলেন, ‘আমি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি। একই রুমে থেকে এরকম ঘটনা লজ্জার। এখন আমি নিজেকে অনিরাপদ মনে করছি।’ অভিযুক্ত আবু সাঈদ আহমেদ বলেন, ‘কথা কাটাকাটির একপর্যায়ে রুমে লোকজন জড়ো হয়ে যায়। এর মধ্যে ২ লিটারের পানির বোতল দিয়ে সজীব আমাকে যখন আঘাত করে, তখন আমিও তাকে আঘাত করি।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টা আমি খতিয়ে দেখেছি। এ নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বিষয়টি সম্পর্কে হল প্রশাসন অবগত হয়েছে। তাদের নিয়ে হল প্রশাসন বসবেন। এক্ষেত্রে প্রক্টরিয়াল বডির কোনে সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close