রংপুর ব্যুরো

  ২১ জানুয়ারি, ২০২৪

রংপুর নগরীর দুই ওয়ার্ডে রাস্তা উন্নয়ন শুরু

রংপুর মহানগরীর নগরীর ১১ ও ১২নং ওয়ার্ডে ৩ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে রাস্তা উন্নয়নকরণ কাজ শুরু করেছেন রংপুর সিটি করপোরেশন। এলজিসিআরআরপি আওতায় রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে নগরীর ১১নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর বাসন্তিপাড়া অনিলের বাড়ী থেকে শালমারা অতিওলা পর্যন্ত ৭০০ মিটার, ধনিরপাড়া জগদিসের বাড়ী থেকে বালার বাজার চম্পলের বাড়ী পর্যন্ত ৭৮৫ মিটার রাস্তা উন্নয়নকরণ এবং ১২নং ওয়ার্ডের মধ্য গপিনাথপুর সালামের বাড়ী থেকে পশ্চিম গোপিনাথপুর রত্নেরস্বর প্রাইমারি স্কুল হয়ে পশ্চিম গোপিনাথপুর দিলিপের দোকান পর্যন্ত ৬৩৫ মিটার, রাধাকৃষ্ণপুর বাগানবাড়ী জামে মসজিদ রাস্তা থেকে কদমেরতল শ্যামপুর বাইলেনে ৫১৬ মিটার, মধ্য গোপিনাথপুর মন্টুর বাড়ী হতে ফালাহ হাদিজুল কোরআন মাদরাসা পর্যন্ত ৩৯২ মিটার, শালমারা বাইলেন মকবুল চেয়ারম্যানের খামার থেকে পাক্ষি ফাদা প্রদীপ মেকারের বাড়ী পর্যন্ত ৩০০ মিটার, রাধাকৃষ্ণপুর বাগান বাড়ী জামে মসজিদ হতে আকতারুলের বাড়ী পর্যন্ত ১৩৫ মিটার রাস্তা উন্নয়ন করছে রংপুর সিটি করপোরেশন।

গতকাল শনিবার রাধাকৃষ্ণপুর বাগানবাড়ী জামে মসজিদ থেকে আকতারুলের বাড়ি পর্যন্ত ১৩৫ মিটার রাস্তা উন্নয়ন করন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ফিতা কেটে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মোছা. শামীমা আক্তার ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো. কামরুজ্জামানসহ স্থানীয় সুধীজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close