নিজস্ব প্রতিবেদক
কাজী নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের কবি
আশিক বিল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) সকালে ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় পার্টির আহ্বায়ক এস এম আশিক বিল্লাহর নেতৃত্বে দলের নেতাকর্মীরা চির বিদ্রোহী এ কবির আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার আত্মার মাফফিরাত কামনা করেন। এ সময় আশিক বিল্লাহ বলেন, নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি।
এদিন দুপুরে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জ্যেষ্ঠ নেতারা।
এস এম আশিক বিল্লাহ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি আপসহীন সাহসী ভূমিকা রেখেছিলেন। তার কবিতা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যুগিয়েছিল।
"