কুষ্টিয়া প্রতিনিধি

  ২৬ ডিসেম্বর, ২০১৮

কুষ্টিয়ায় হাসিব ড্রিম স্কুলের শতভাগ সাফল্য

কুষ্টিয়ায় হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর প্রথমবার অংশগ্রহণ করে দারুণ সাফল্য অর্জন করেছে। এই বিদ্যাপীঠ থেকে এ বছর ৩৭ জন পরীক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ শিক্ষার্থী এ-প্লাস এবং চার শিক্ষার্থী এ-গ্রেড পেয়েছে।

শিল্পগোষ্ঠী বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমানের প্রতিটি পদক্ষেপ প্রত্যাশিত সফলতা ও উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কুষ্টিয়া তথা বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র আমলাপাড়ায় তার পরম আদরের দৌহিত্রের স্মৃতির স্মরণে প্রতিষ্ঠা করেছেন ‘হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ’। তার এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে প্রতিটি শিক্ষার্থী দেশ ও বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাবে। তারা নিজেদের সৃজনশীল আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে তুলবেন। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানশিক্ষাসহ সমাজ ও দেশের ব্যাপারে ব্যক্তিত্ববান হয়ে গড়ে উঠবে। এটাই এই শিল্প উদ্যোক্তার আশা। তারই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান প্রত্যাশিত ফলাফল লাভের পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর (অব.) মো. নূরুল আমিন হেলাল বলেন, প্রতিষ্ঠানের সভাপতি মো. মজিবর রহমানের দিক নির্দেশনায় এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। প্রসঙ্গত গত বছরের ২ জানুয়ারি বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিয়াম ছেরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত শহরের আমলাপাড়ায় স্থাপিত হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা কার্যক্রম শুরু করে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সমন্বয় সাধন করায় মাত্র দু’বছরে মধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কুষ্টিয়াবাসীর আস্থা অর্জন করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close