পরিবেশ ডেস্ক

  ১৩ মে, ২০১৭

শব্দদূষণ নিয়ন্ত্রণ জরুরি

নীরব ঘাতক শব্দদূষণের শিকার এখন শহরের প্রতিটি মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই দূষণ। দেশের বড় বড় নগরীগুলো শব্দদূষণের মারাত্মক শিকারে পরিণত হয়েছে। মানুষের বিভিন্ন কর্মকা-ই শব্দদূষণের জন্য মূলত দায়ী। কারণ, প্রতিদিন যেমন বাড়ছে যানবাহনের সংখ্যা, তেমনি যানবাহনের হর্ন অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলেছে। এর পাশাপাশি বিভিন্ন শিল্পকারখানা উচ্চশব্দ সৃষ্টির মাধ্যমে শব্দদূষণ করছে। বিভিন্ন ধরনের নির্মাণকাজের সময়ও শব্দদূষণ হয়। এছাড়া ট্রেনের হুইসেল, উড়োজাহাজ, আতশবাজি, মাইকের অপব্যবহার ও জেনারেটরের মাধ্যমেও প্রতিনিয়ত শব্দদূষণ হচ্ছে।

অন্যান্য দূষণের মতো শব্দদূষণের রয়েছে ক্ষতিকর প্রভাব। এর ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগের মধ্যে অন্যতম শ্রবণ শক্তি হ্রাস, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি ও দুশ্চিন্তা। নিজেদের পাশাপাশি বিপদের মুখে ঠেলে দিচ্ছি আমাদের আগামী প্রজন্মকেও। তাই শব্দদূষণের প্রভাব থেকে মানুষ ও পরিবেশের ক্ষতিরোধে প্রয়োজন শব্দদূষণ বিধিমালার কার্যকর প্রয়োগ এবং যন্ত্রপাতি ব্যবহারে প্রযুক্তিগত উন্নয়ন। এছাড়াও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist