reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২১

আনোয়ারুল হক নোমান

একুশে ফেব্রুয়ারি

ভাষার করুণ স্মৃতি ফেব্রুয়ারি আজ

বায়ান্নয় বঙ্গদেশে রক্তমাখা সাজ!

বর্ণমালা বর্ণাক্ষর মুক্তা হয়ে ফোটে

পরবশে ব্যক্ত বাক পূর্ণ মতে টুটে।

রফিক, সালাম প্রাণে রক্তজবা ঘ্রাণে

মাতৃভাষা সিক্ত হলো শোক সিন্ধু সনে।

বরকত, শফিউর, আবদুল জব্বার

স্বদেশ ভূমির ভাষে হলো একাকার।

বাক-স্বাধিকার যুঝে করি বঙ্গজয়;

আমার ভ্রাতার শোকে অশ্রুধারা বয়।

স্মৃতির কুঠির মধ্যে প্রীতি ভরে স্মরি

যুগ জনমের সাক্ষী হলো ফেব্রুয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close