চাঁদপুর প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

হাইমচরে জাটকা ধরায় ৬ জেলের অর্থদণ্ড

মৎস্যসম্পদ ধ্বংসকারী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাটকা ধরা অবস্থায় ৬ জেলকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩০ হাজার মিটার কারেন্টজাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় হাইমচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ইউএনও পূর্বিতা চাকমা।

জেলেরা হলেন, আহসান গাজী, সাইফুল ভুইয়া, রফিক বেপারী, লিটন গাজী, নাছির বেপারী ও বোরহনা। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহিরয়া এলাকায়।

অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপে অভিযান পরিচালনা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close