কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ

এক গাছের ৬ মাথা সংরক্ষণের দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে ৬ মাথার একটি খেজুরগাছের সন্ধান পাওয়া গেছে। উপজেলার বনখির্দ্দা গ্রামের হানিফ মন্ডলের জমিতে বেড়ে উঠেছে ৬ মাথাওয়ালা এ খেজুর গাছটি।

সরেজমিনে জানা যায়, আগে গাছটির ৭টি মাথা ছিল। একটি মাথা নষ্ট হয়ে এখন ৬টি রয়েছে। গাছটি দেখতে এখন গ্রামটিতে অনেক মানুষ ভিড় করছেন। বিশেষ করে গাছটি দেখতে বিকেলের দিকে মানুষের ভিড় বেশি দেখা যায়।

গাছটির মালিক হানিফ মন্ডলের ছেলে মোফাজ্জেল হোসেন বালেন, বাবা একটি খেজুরের চারা লাগিয়েছিলেন। বড় হওয়ার পর দেখছি গাছটির অনেক মাথা হয়েছে। গাছটি কতদিন বাঁচবে জানি না। গাছটি বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলে ভালো হয় বলেও জানান তিনি।

কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ও বনখির্দ্দা গ্রামের ইমন মাহমুদ জানান, প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে গাছটি অনেকে দেখতে আসছেন। গাছটির রক্ষণাবেক্ষণসহ সংরক্ষণে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, ফিনিক্স ড্যাকটিলিফিরা গোত্রভুক্ত এ খেজুর গাছ কমপক্ষে ৬ হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close