কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

কামারখন্দে চুরি ছিনতাই রোধে রাত জেগে পাহারা

কামারখন্দে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, ইভটিজিং, বাল্য বিবাহ অপরাধ নির্মূল ও প্রতিরোধ উপলক্ষে কামারখন্দ থানা পুলিশ ও উপজেলা পরিষদের উদ্যোগে গ্রাম পর্যায়ে সামাজিক রাত্রিকালীন টহল শুরু করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহেরসহ এলাকাবাসী।

গত ২৪ জানুয়ারি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সম্প্রতি উপজেলায় বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকাভিত্তিক রাত্রিকালীন টহলের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই উপজেলার হায়দারপুর, কাজিপুরা, বাশবাড়িয়া, ঝাঐল, ভদ্রঘাট, নান্দিনা মধুসহ অনেক গ্রামে এলাকাবাসীর টহল শুরু হয়েছে। উপজেলার সব গ্রামে এই টহল নিশ্চিত করা জন্য কাজ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close