যশোর প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি

যশোরে ৬০০ রোগীকে ফল বিতরণ

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উৎসব উপলক্ষে যশোরে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি সব বিভাগের রোগীদের মধ্যে এ বিতরণ করা হয়। ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জানান, প্রতি বছরের মতো এ বছরও হাসপাতালে ভর্তি রোগীদের ৬০০ প্যাকেট ফল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আর এম ও পার্থ প্রতিম চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার প্রমুখ।

জানা যায়, তার জন্মতিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close