খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ি

সবুজ পাহাড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। শীতের মিষ্টি রোদে খাগড়াছড়ির ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন গতকাল রবিবার সকাল ৮টা থেকে। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি।

সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ভোট দেন। এ সময় নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে ফলাফল যাই হোক মেনে নিতে হবে বলে মন্তব্য করেন। তিনি তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।

খোঁজ নিয়ে জানা যায়, টানা চার দিন সূর্যের আলো দেখেনি খাগড়াছড়িবাসী। তীব্র শীত। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। হঠাৎ রবিবার সকালে দেখা দিয়েছে সূর্যের। আলো ছড়িয়ে পড়েছে পাহাড় জুড়ে।

এদিকে, সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক টহল, স্ট্রাইর্কিং ফোর্সের তৎপরতা মাঠে ছিল চোখে পড়ার মতো। দূরবর্তী ভোটকেন্দ্রে পায়ে হেঁটে ভোট দিতে ছুটেন ভোটাররা।

সদরের ঠাকুরছড়া এলাকার অঞ্জলি ত্রিপুরা এই প্রথম ভোট দিলেন। তিনি বলেন, প্রথম ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করার মতো না। সুন্দর করে ভোট দিয়েছি।

সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ভোটকেন্দ্রের ভোটার নয়ন ত্রিপুরা জানান, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজের অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

গোলাবাড়ি ইউনিয়নের ইউপি মেম্বার অঞ্জলি ত্রিপুরা বলেন, গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ওয়ার্ডের ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট দিচ্ছেন। কেন্দ্রে সাড়ে তিন হাজার ভোটার রয়েছেন। সব ভোটার ত্রিপুরার।

পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, আনন্দে ও উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব-৭, এপিবিএন, আনসার মাঠে কাজ করে। নির্বিঘ্নে যেন ভোটাররা ভোট দিতে পারেন, সেজন্য সবাই প্রস্তুত ছিল।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান বলেন, ১৯৬টি কেন্দ্রে যথাযথ নিরাপত্তায় নির্বাচনীসামগ্রী পৌঁছানো হয় এবং ভোটদান চলে। পরিস্থিতি সন্তোষজনক ছিল।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬টি, কক্ষ ১ হাজার ১১৬টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close