চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৫ মে, ২০২২

ভোটে হেরে ভাতার কার্ড নিয়ে হয়রানি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের ভোটে হেরে ভাতার কার্ড নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। তারা হলেন উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য ফটিক আলী ও আবদুল মালেক। তারা ভাতার কার্ড নিয়ে ইউএনওর কাছে মিথ্যা অভিযোগ করেছেন। তবে কার্ড পাওয়া সুবিধাভোগীদের দিয়ে অর্থের বিনিময়ে গণমাধ্যম এবং প্রশাসনের কাছে মিথ্যা বক্তব্য দিয়েছে বলে দাবি তাদের।

জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দুই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুকুর মিয়া ও সুবহান আলী অংশ নেন। ধাইনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য সুকুর মিয়াকে হারিয়ে নির্বাচিত হন ফটিক আলী। আর ৯নং ওয়ার্ডে সুবহান আলীকে পরাজিত করে আব্দুল মালেক ইউপি সদস্য হয়েছেন। নির্বাচনে হেরে দুই ইউপি সদস্যকে হয়রানি করতে অর্থের বিনিময়ে ভাতার কার্ড করে দেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ করেন ওই দুই সাবেক ইউপি সদস্য।

সমাজসেবা অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এখনও নতুন ভাতার কার্ডের জন্য আবেদনের সুযোগ পাননি। আগের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সুপারিশ করা আবেদনের প্রেক্ষিতে কার্ড বিতরণের কাজ করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। ভোটে হেরে এ নিয়ে অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্যরা।

স্থানীয় মোহাম্মদ আলী বলেন, ‘কয়েকদিন আগে মেম্বার ফটিক আলী আমাকে বয়স্ক ভাতার কার্ড বুঝিয়ে দিয়েছেন। তবে কিছু দিন আগে সাবেক মেম্বার সুকুর আলী ডেকে নিয়ে বলেন, এক হাজার টাকা দিবেন। বিনিময়ে ক্যামেরা ও উপস্থিত জনতার সামনে বলতে হবে, টাকার বিনিময়ে বর্তমান মেম্বার কার্ড দিয়েছেন। শিখিয়ে দেওয়া কথাই বলেছি।’

৮ নং ওয়ার্ড সদস্য ফটিক আলী বলেন, ‘ভোটে হেরে সাবেক মেম্বার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’ ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক বলেন,‘আমি একটি মানুষের কাছে কোন অর্থ গ্রহণ করিনি।’

সাবেক ইউপি সদস্য সুকুর মিয়া মিথ্যা অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কার্ড বিতরণের সময় বর্তমান ইউপি সদস্য অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন।’

৯নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য সুবহান আলীর মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ভাতার কার্ডে টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ইউএনও সাকিব-আল-রাব্বী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close