বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২০

বেলকুচিতে বাল্যবিয়ে থেকে রক্ষা ৫ ছাত্রীর

বেলকুচিতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পাঁচ স্কুলছাত্রী। গত শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বিয়ে বন্ধ করে দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

জানা গেছে, শুক্রবার বিকাল ৪টায় রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী, বিকাল ৫টায় পৌরসভার সোহাগপুর গোহাটা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী, সন্ধ্যা ৬টায় দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৪), রাত ৮টায় দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামের একাদশ শ্রেণির ছাত্রী (১৭) ও রাত ৯টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করা হয়। বিয়ে বন্ধের পাশাপাশি ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মহিলাবিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close