আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

নওগাঁর আত্রাইয়ে গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা শীত উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। এ আসনে ভোটার ৩ লাখ ২৭ হাজার ৯৭৩ জন। যার মধ্যে আত্রাই উপজেলায় পুরুষ ৮৪ হাজার ৯২৫, মহিলা ৮২ হাজার ৮৩৯, তৃতীয় লিঙ্গের ২ জন, রাণীনগর উপজেলায় পুরুষ ৮০ হাজার ৮০৮, মহিলা ৭৯ হাজার ৩৯৭, তৃতীয় লিঙ্গের ২ জন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close