নিজস্ব প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০২৪

হঠাৎ ফাঁকা, হঠাৎ লম্বা সারি

ঢাকা-১৭ আসনের জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া কড়াইল টিঅ্যান্ডটি কলোনি মাদরাসা কেন্দ্রে গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সময় ভোটারদের মাঝারি দৈর্ঘ্যরে লাইন দেখা গিয়েছিল। ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে লাইনটি প্রায় ফাঁকা হয়ে যায়। এরপর ৯টা ১০ মিনিটের দিকে একসঙ্গে হুড়মুড় করে অনেক ভোটার সেখানে আসেন এবং দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। ১৫ মিনিট পর ওই লাইনও ফাঁকা হয়ে যায়। বেলা ১০টার দিকে আবারও ভোটারদের বড় একটি দল সেখানে হুড়মুড় করে আসেন। হুড়মুড় করে এসে লাইনে দাঁড়ানো এই ভোটারদের অনেকে হাত উঁচু করে নৌকার স্লিপ দেখাচ্ছিলেন। কাউকে কাউকে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা গেছে।

লাইনে অপেক্ষমাণ আবুল হোসেন নামের এক প্রবীণ ভোটারকে দেখিয়ে নৌকার এজেন্ট হিসেবে পরিচয় দেওয়া শুকুর আলী বলেন, ‘এ যে দেখেন বয়স্ক মানুষ। তার পরও ভোট দিতে এসেছেন। আমাদের ভোটার।’

জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া কড়াইল টিঅ্যান্ডটি কলোনি মাদরাসা কেন্দ্রটি পুরুষ কেন্দ্র। কেন্দ্রের চারটি কক্ষে ২৪টি বুথে ভোট নেওয়া হয়। ভোটার ১৩ হাজার ১০৪ জন।

ঢাকা-১৭ আসনে প্রার্থী ৭ জন। সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত এবং বিকল্প ধারা বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী মো. আইনুল হক। বাকি ৫ জন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- বেলুন প্রতীকের আরাফাত আসওয়াদ ইসলাম, টেলিভিশন প্রতীকের এস এম আবুল কালাম আজাদ, সোনালি আঁশ প্রতীকের কাজী শফিউল বাশার, আম প্রতীকের মো. গোলাম ফারুক এবং দোতারা প্রতীকের প্রার্থী শাহ আলম। তবে কেন্দ্রটিতে নৌকা, বেলুন ও কুলা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের কোনো এজেন্ট দেখা যায়নি।

কেন্দ্রটিতে কয়েক বয়স্ক ভোটারকে যেমন দেখা গেছে, তেমনি তরুণ ভোটারদেরও দেখা গেছে। আশরাফুল ইসলাম নামের এক তরুণ ভোটারের সঙ্গে কথা হলো। তিনি বলেন, তিনি এর আগে গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো ভোট দিচ্ছেন তিনি। ভোট দেওয়ার পর বুথের ভেতর কাউকে কাউকে ছবি তুলতে দেখা গেছে।

স্বতন্ত্র প্রার্থীদের একজন বেলুন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরাফাত আসওয়াদ ইসলাম কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল রাত ঠেকানো।’ রাত বলতে রাতে ভোট কারচুপি করা বোঝাচ্ছেন কি না, জানতে চাইলে তিনি হ্যাঁসূচক জবাব দেন এবং বলেন, ‘এটা পার হয়ে গেছে। শীর্ষপর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভোট সুস্থ হবে।’ ভোটারদের অংশগ্রহণ খুব কম মনে হচ্ছে বলে উল্লেখ করেন আরাফাত।

কেন্দ্রটি পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। তার মতে, ‘এখানে ভালোই ভোট হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close