প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৪

বিশ্বসেরা গবেষক র‍্যাংকিং

তালিকায় জবির ১৭৮ ও পবিপ্রবির ১১৭ জন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১৭৮ জন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১৭ জন শিক্ষার্থী। গতকাল রবিবার আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা। বিভিন্ন মানদ- ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। এডি সায়েন্টিফিক ইনডেক্সে র‍্যাংকিং ২০২৪ প্রকাশিত হয়েছে। র‍্যাংকিংয়ের তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। জবি ও পবিপ্রবি প্রতিনিধির পাঠানো খবর :

জবি : গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৪১তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। জবি থেকে দ্বিতীয় স্থানে ও বাংলাদেশে ৭২তম অবস্থানে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং জবি থেকে তৃতীয় ও বাংলাদেশে ১৪৪তম স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ।

পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তিনি মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে গবেষণা করে পবিপ্রবিতে ১ম, বাংলাদেশে ১৫তম, এশিয়া মহাদেশের মাঝে ৯ হাজার ৪৮৩তম এবং সারা বিশ্বের মাঝে ৭২ হাজার ২১৪তম হয়েছেন। পবিপ্রবিতে গবেষকদের মাঝে ২য় অবস্থানে আছেন এম সামসুজ্জামান (বাংলাদেশে মাঝে ১২৭তম) এবং ৩য় অবস্থানে আছেন মোহাম্মদ এবি সিদ্দিক (বাংলাদেশের মাঝে ১৭৩তম)।

বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৬ বছরের গবেষণার এইচণ্ডইনডেক্স, আইটেন-ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয় এ র‍্যাংকিংয়ে।

এবারে সেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় সারা বিশ্বের মাঝে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এইচ জে কিম। একক বিশ্ববিদ্যালয় হতে সর্বাধিকসংখ্যক গবেষক হিসেবে উক্ত তালিকায় প্রথম স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

এশিয়া মহাদেশ থেকে ৪ লাখ ৩৬ হাজার ২১৭ জন এবং বাংলাদেশ থেকে ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী ও গবেষক আছেন এবারের জরিপে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৬৫ জন এ তালিকায় স্থান করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ওই প্রতিষ্ঠান থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৩ জন। এরপরই ৪৮৩ জন বিজ্ঞানী ও গবেষক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close