খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০২৪

পাহাড়ে ভোট দিতে গেলে জরিমানার হুমকি

জেলার পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী ধুদুকছড়া এলাকার সাধারণ কৃষক বিনোদ ত্রিপুরা (ছদ্মনাম)। আট সদস্যের পরিবারের কর্তা তিনি। পৈতৃকসূত্রে পাওয়া জমিতে চাষাবাদ করেই কোনোরকমে চলে সংসার। রাজনীতি নিয়ে নেই আগ্রহ। তবে নাগরিক হিসেবে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট দিয়ে আসছেন পঞ্চাশোর্ধ্ব বিনোদ ত্রিপুরা। এবার ভোট দিতে যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই বলে জানালেন তিনি। কারণ, প্রভাবশালী একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে তাকে। ভয়ে সংগঠনটির নাম প্রকাশ না করলেও তিনি জানান, যারাই ভোটকেন্দ্রে যাবে তাদের প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close