আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০২০

এয়ারলাইনস শিল্প এক বছরে স্বাভাবিক না-ও হতে পারে

করোনাভাইরাস মহামারির কারণে কার্যত বন্ধই হয়ে গেছে বিমান ভ্রমণ, বাতিল করা হয়েছে অগণিত ফ্লাইট। এয়ারলাইনস শিল্পে এমন বিপর্যয় আগে কখনোই দেখা যায়নি। আগামী ছয় মাস থেকে এক বছরেও এই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না-ও হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথওয়েস্ট এয়ারলাইনের প্রধান নির্বাহী গ্যারি কেলি। গত মাসেই প্রথমবারের মতো বছরের প্রথম প্রান্তিকে আর্থিক ক্ষতির তথ্য জানিয়েছে সাউথওয়েস্ট। দ্বিতীয় প্রান্তিকেও এর খুব একটা উন্নতি হবে না বলে আশঙ্কা করছে তারা। বৃহস্পতিবার এয়ারলাইনসটির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে কেলি জানান, সাউথওয়েস্ট কর্মীদের আরো বেশি ছুটি নিতে এবং ‘ভলান্টারি সেপারেশন প্যাকেজ’ গ্রহণে উৎসাহিত করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close