আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

কাশ্মীরিদের অধিকার রক্ষার দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে পরিণত করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে। রাজধানী ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে এই কর্মসূচিতে অংশ নেন মুসলিম মানবাধিকারকর্মীরা।

গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউ। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট-মোবাইল পরিষেবা। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বিক্ষোভ সমাবেশে বলেন, ‘কাশ্মীরের জনগণ স্বাধীনতা-ন্যায়বিচার ও অধিকারের সুরক্ষার দাবিদার। কাশ্মীরে একটি মানবিক সংকট তৈরি করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close