আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জুলাই, ২০১৯

ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাই : পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বুধবার আবার দাবি করেছেন, ওয়াশিংটন কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আমেরিকার ‘কেসিএমও’ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে আমেরিকার পলিটিকো ম্যাগাজিন খবর দিয়েছে, মার্কিন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের জন্য ইরানের স্থায়ী মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কেনটাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই যুদ্ধবাজ কংগ্রেস সদস্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার দায়িত্ব দিয়েছেন বলে পলিটিকো দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সে দেশের শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তারা এমন সময় এ আগ্রহ প্রকাশ করছেন যখন ট্রাম্প প্রশাসন গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

আমেরিকার সঙ্গে কথিত আলোচনা প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি আল খামেনি গত মাসে তার দেশের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি গত ২৬ জুন এক ভাষণে বলেন, ইরানের সামরিক শক্তি খর্ব করার লক্ষ্যে আমেরিকা তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি বলেন, ইরানের সামরিক শক্তিমত্তায় ভীত হয়ে হামলা করতে না পেরে তারা এখন এই শক্তিমত্তা খর্ব করতে চায় যাতে পরবর্তী সময়ে শক্তিহীন ইরানের সঙ্গে যেমন খুশি তেমন আচরণ করতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close