আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ আগস্ট, ২০১৮

বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়ে উঠছে

আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধে সংকটে পড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সম্প্রতি এক বৈঠকে ফেডারেল রিজার্ভের সদস্যরা বলেছেন, বিশ্ব জুড়ে বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় নীতি প্রণয়ন নিয়ে এ সংকট দেখা দিয়েছে।

তারা বলেছেন, মার্কিন সৃষ্ট বাণিজ্য যুদ্ধে মোকাবেলায় যথাযথ অর্থনৈতিক নীতি তৈরি করতে যেয়ে সংকট দেখা দিচ্ছে। তা ছাড়া, কিভাবে এর মোকাবেলা করা হবে সে বিষয়েও ঝামেলা হচ্ছে বলে বৈঠকে ফেডারেল ব্যাংকের সদস্যদের দেয়া বক্তব্যের বরাত দিয়ে জানানো হয়েছে।

ফেডারেল রিজার্ভ বলছে, অন্যান্য দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য গোলযোগ আমেরিকার ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। এ ছাড়া, ট্যারিফ বেড়ে যাওয়ার ফলে মার্কিন পরিবারগুলোর ক্রয় শক্তিও হ্রাস পাবে। তেলের দাম বাড়বে, গৃহ ক্ষেত্র দুর্বল হবে এবং বিকাশমান বাজার অর্থনীতির গতি শিথিল করবে বলেও আশংকা ব্যক্ত করেছ ফেডারেল রিজার্ভ।

গত কয়েকমাস ধরে আমেরিকার সঙ্গে চীন, কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর বাণিজ্য টানাপোড়ন চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফকে কেন্দ্র করে এ সব টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close