আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ফেসবুকে অস্ত্রসহ ছবি দেওয়ায় তোপের মুখে অস্ট্রেলীয় এমপি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এমপি জর্জ ক্রিসটেনসেন। তিনি সরকারদলীয় একজন এমপি। শনিবার তিনি ফেসবুকে ওই ছবিটি পোস্ট করেন বলে জানা গেছে।

অস্ত্রসহ গুলি ছোঁড়ার ভঙ্গিমায় ছবি পোস্ট করেন জর্জ ক্রিসটেনসেন লিখেছেন, ‘তুমি কি নিজেকে সৌভাগ্যবান মনে করছ? ওহে, গ্রিন পার্টির বখাটে?’

অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, ক্রিসটেনসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না তা বিবেচনা করে দেখছেন তারা। পোস্টটি নিয়ে মূল্যায়ন করছে পুলিশ। ক্রিসটেনসেন ছবি পোস্টের ঘটনাটিকে স্রেফ মজা বলে উড়িয়ে দিতে চাইছেন। তিনি বলেন, ‘এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু নেই।’

এদিকে, এক প্রতিক্রিয়ায় গ্রিন পার্টি জানায়, এমপি জর্জ ক্রিসটেনসেনের পোস্ট করা ছবিটি সত্যিই লজ্জাজনক। যে সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়, সে সপ্তাহে তিনি এ ছবিটি পোস্ট করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘ক্রিসটেনসেনের ওই ছবি পোস্টের কাজটি ঠিক হয়নি।’ বিবিসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist