বিনোদন ডেস্ক
জন্মদিনে সোনাক্ষীকে জহিরের প্রেমনিবেদন
কদিন ধরেই জল্পনা চলছিল সম্পর্কে রয়েছেন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। যদিও দুই তারকার মুখে ছিল কুলুপ আঁটা। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বললেন জহির।
অবশেষে সব জল্পনার অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জহির লেখেন, ‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার ওপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখো তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।’ জহিরের এই সোজাসাপ্টা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোন অর্পিতার বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তারপর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা। জহিরের পক্ষ থেকে তাহলে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুই তারকা! সেই নিয়ে জল্পনা মায়ানগরীতে।
"