বিনোদন প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০২৩

৭ সিনেমা হলে ‘রেডিও’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘রেডিও’। এরই মধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ে। গেল ৭ মার্চ বিকেল ৩টায় অনন্য মামুন পরিচালিত সিনেমাটি প্রচারিত হয়। নতুন খবর হচ্ছে, শুক্রবার (১৭ মার্চ) দেশের সাতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই (১৭ মার্চ) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা)-তে দেখা যাবে সিনেমাটি। এছাড়া ঢাকার বাইরে উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)-এ সিনেমাটি দর্শকরা দেখতে পারবে।

‘রেডিও’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। এছাড়াও অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close