বিনোদন প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

কেমন আছেন অলিভিয়া

সিনেমায় নায়িকা হয়ে অনেকেরই অভিষেক হয়। কেউ সিনেমায় নায়িকা হিসেবে তারকাখ্যাতি পেয়ে এই পেশাতেই থেকে যান। আবার কেউ অভিমানে বিদায় নেন চিরতরে। আর ফেরার কোনো নামও নেন না। হারিয়ে যাওয়া নায়িকাদের মধ্যে এখনো দর্শক যাকে সবচেয়ে বেশি খোঁজেন তিনি ‘দি রেইন’খ্যাত নায়িকা অলিভিয়া। বহু বছর ধরে তিনি নিজেকে আড়ালে রেখেছেন। তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে, তিনি রাজধানীতেই আছেন। কিন্তু চলচ্চিত্র পরিবার কিংবা কোনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ নেই তার। যদিও বা কারো সঙ্গে যোগাযোগ থাকে সেটা শর্ত সাপেক্ষে খুবই আন্তরিক সম্পর্ক। অলিভিয়ার বিশেষ অনুরোধেই সেই ব্যক্তি তার সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতে নারাজ। তবে অলিভিয়া ভক্তদের এই নিশ্চয়তা দিয়ে যাচ্ছে যে, অলিভিয়া এখন পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন। তবে কী কারণে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন তার বিষদ জানা যায়নি। সিনেমার অনেক পরিচালক এবং শিল্পী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। চলচ্চিত্রের আরেক জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম অলিভিয়া প্রসঙ্গে বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার সঙ্গে রাজধানীর বারিধারা পার্কে দেখা হয়েছিল। তখন দুজন কুশল বিনিময় করেছিলাম। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। যে সময়টাতে অলিভিয়ার সঙ্গে দেখা হয়েছিল সেই সময়টাতে তিনি পার্কে হাঁটতে এসেছিলেন। তারপর এখনো নিয়মিত পার্কে হাঁটলেও তার দেখা আর পাইনি কোনো দিন।’ অলিভিয়ার জন্ম পাকিস্তানের করাচিতে। পরিচালক জহির রায়হান তার ‘লেট দেয়ার বি লাইট’ সিনেমায় নায়িকা হিসেবে নির্বাচিত করেও অলিভিয়াকে বাদ দেন। তবে কী সেই কারণ ছিল তা জানা যায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন এস এম শফির পরিচালনায় ‘ছন্দ হারিয়ে গেল’ সিনেমায় তিনি অভিনয় করেন। পরবর্র্তী সময়ে নায়ক ওয়াসীমের সঙ্গে ‘দি রেইন’ সিনেমায় অভিনয় করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য অন্য সিনেমার মধ্যে রয়েছে ‘মাসুদ রানা’, ‘শ্রীমতি ৪২০’, ‘যাদুর বাঁশী’, ‘বে-দ্বীন’, ‘পাগলা রাজা’, ‘বন্ধু’, ‘চন্দ্রলেখা’, ‘লুটেরা’, ‘শাহজাদি গুলবাহার’, ‘ডার্লিং’, ‘লাল মেম সাহেব’, ‘টক্কর’, ‘হিম্মত ওয়ালী’, ‘রাস্তার রাজা’, ‘লাখে একটা’,‘ সারেন্ডার’,‘ হাতকড়া’,‘ দুশমনী’, ‘তকদিরের খেলা’, ‘কালা খুন’ ইত্যাদি। তিনি ওপার বাংলার মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও একটি সিনেমায় (বহ্নিশিখা-১৯৭৬) অভিনয় করেছিলেন। ‘দি রেইন’ সিনেমার গাওয়া ‘আয়রে মেঘ আয়রে’ এবং ‘লাল মেম সাহেব’ সিনেমায় ‘চিরদিন পাশে থেকো বন্ধু’ গানটি এখনো দর্শকের মনে গেঁথে আছে অলিভিয়ারই কারণে। হারিয়ে যাওয়া অনেক নায়িকাকে খুঁজে পাওয়া গেলেও শুধুমাত্র অলিভিয়াকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার ভক্তরা তাকে এখনো খুঁজে বেড়ান, তাদের বিশ্বাস একদিন তারা অলিভিয়ার দেখা পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close