বিনোদন প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

কিম জিসুক পুরস্কারের জন্য মনোনীত ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

মোস্তফা সরওয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ২৬তম বুসান চলচ্চিত্র উৎসবে কিম জিসেউক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এ ছবির শতকরা ৮০ ভাগ ইংরেজি। আর বাকিটা হিন্দি ও উর্দু। ভাষার ব্যাপারটা প্রসঙ্গে ফারুকী বলেন, ‘শতকরা ৮০ ভাগ ইংরেজি। আর বাকিটা হিন্দি এবং উর্দু। কাহিনিটা ঘটছে মূলত নিউইয়র্কে এবং বাকিটা অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানে।’

ছবির বিষয়-ভাবনাটা ফারুকীর নিজের অতীত। তার অতীতই এই ছবির ভাবনার মূল বিষয়। ফারুকীর বাড়ি নোয়াখালীতে। নিজের পরিচিতি গোপন রাখার যন্ত্রণা নিয়ে তিনি বড় হয়ে উঠেছেন। এই পরিচিতি চেপে রাখাটা ভীষণ যন্ত্রণার। বাংলাদেশে নোয়াখালীর মানুষ ভীষণভাবে ট্রোলড হয়। সারা দেশের মানুষই ট্রোল করে নোয়াখালী অঞ্চলের মানুষকে। ফারুকীও ট্রোলড হওয়ার ভয়ে ছোটবেলা থেকেই তার নিজের জায়গা কোনটা সেটা গোপন করে যেতেন। কেউ জিজ্ঞাসা করলে অন্য একটা জায়গার নাম বলতেন।

‘এটা পৃথিবীর সব জায়গায় আছে। ভাবনার এই আন্তর্জাতিকতা আমাকে উৎসাহিত করেছে এই ছবিটা বানাতে। নিজেকে লুকিয়ে রাখার মধ্যে যে যন্ত্রণা রয়েছে, সেই সংকট নিয়েই এই ছবি। তুমি কে? এই প্রশ্ন কুরে কুরে খায় যেসব মানুষকে তারাই আমার ছবির চরিত্র।’

নো ল্যান্ডস ম্যান-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি, তাহসান খান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ। নওয়াজ উদ্দিন সিদ্দিকি শুধু এই ছবিতে মূল চরিত্রে অভিনয়ই করেননি, তিনি নিজেও এই ছবির একজন প্রযোজক।

সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ আর রহমান প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এ আর রহমানের মতো সুর এশিয়ায় কেউ করতে পারবে না। তিনি ফিল্ম মিউজিকে বিপ্লব ঘটিয়েছেন। আমি গল্পের সারসংক্ষেপ শুনিয়ে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি রাজি? বললেন যে তিনি ছবি না দেখে রাজি হবেন না। চেন্নাই গেলাম। ছবি দেখে শুধু রাজি হলেন না, প্রযোজনা করতেও রাজি হলেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close