বিনোদন প্রতিবেদক

  ৩১ জুলাই, ২০২১

শোক দিবসের নাটকে দীপা

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আর বিশেষ এই দিবসের একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার। আগামী ৭ আগস্ট দীপা খন্দকার এই নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানালেন তিনি। নাটকের নাম ‘দশটি কফি ও ইফরানের গল্প’। নাটকটি রচনা করেছেন ইকবাল খোরশেদ। বিটিভির নিজস্ব প্রযোজনায় নাটকটি নির্মিত হবে বলে জানালেন দীপা খন্দকার। তিনি বলেন, ‘আগামী ৫ আগস্ট নির্ধারিত ঘোষণা অনুযায়ী চলতি লকডাউন শেষ হতে যাচ্ছে। আর এর পরপরই নতুন কোনো ঘোষণা আসে কী, জানা নেই। তবে আগামী ৭ আগস্ট বিটিভির নিজস্ব স্টুডিওতে শোক দিবসের বিশেষ এই নাটকটির শুটিং হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ এই নাটক নির্মিত হবে। আমি এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এরই মধ্যে আমার কাছে স্ক্রিপ্ট এসেছে। আমার কাছে নাটকটির গল্প এবং প্রতিটি চরিত্রের বর্ণনা ভীষণ ভালো লেগেছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়, তবে নাটকটি আশা করছি ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।’ দীপা খন্দকার আরো জানান, আগামী ৮ ও ৯ আগস্ট তিনি মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বাকের খনি’ণ্ডএর শুটিংয়ে অংশ নেবেন তিনি। এদিকে প্রায় পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছিলেন দীপা খন্দকার। নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরতির পর ফের উপস্থাপনা করেন তিনি। এদিকে দীপা খন্দকার এরই মধ্যে শেষ করেছেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় শেষ করেছেন ‘পায়ের ছাপ’ সিনেমার কাজ। এ ছাড়াও তিনি ঈদের আগে ব্যস্ত ছিলেন মো. ইকবালের নির্দেশনায় ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ নিয়ে। দীপা খন্দকার তারিক আনাম খান ও নিমা রহমানের নির্দেশনায় ‘গুলশান অ্যাভিনিউ টু’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এই ধারাবাহিকেও তিনি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে একটি বিজ্ঞাপন ও একটি তথ্যচিত্রের কাজও শেষ করেছেন। গৃহকর্মীদের অধিকার নিয়ে অক্সফামের উদ্যোগে এই বিজ্ঞাপনে গৃহকর্মীদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। আবার বিটিভির জন্য বয়োজ্যেষ্ঠদের খাবার কেমন হওয়া উচিত, তা নিয়ে একটি তথ্যচিত্রে কাজ করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আহাদ এবং তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রামিম। দুটোতে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত দীপা খন্দকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close