বিনোদন প্রতিবেদক

  ১৭ সেপ্টেম্বর, ২০২০

ছোট পর্দার দর্শকপ্রিয় বাবা-মা

টিভি নাটকে এ সময়ে যে দুজন অভিনয়শিল্পী বিশেষত বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন, তারা হলেন মাসুম বাশার ও মিলি বাশার। নাটকে দুজনে যেমন বেশির ভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রী হিসেবে উপস্থিত হন, তেমনি বাস্তব জীবনেও তারা দুজন সফল তারকা দম্পতি। ১৯৭৭ সালে একই সঙ্গে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ তাদের পথচলা শুরু। এই দলের হয়ে দুজন একসঙ্গে মঞ্চনাটকে অভিনয় করেছেন সেলিম আল দীনের রচনায় ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘শকুন্তলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও প্রফেসর আবদুস সেলিম অনূদিত ও হুমায়ূন কবির হিমুর নির্দেশনায় ‘আউয়ার কান্ট্রিস গুড’ নাটকে। ১৯৮২ সালের ৩০ জুলাই মাসুম বাশার ও মিলি বাশার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা একই সময়ে দেশের বাইরে চলে গেলেও ২০১২ সালে আবারও এক সঙ্গেই দেশে ফিরে আসেন। সেসময় বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের পরামর্শে এবং সহযোগিতায় মাসুম ও মিলি দুজনে আবারাও অভিনয় দুনিয়ায় নিজেদের একটু একটু করে ব্যস্ত করে তুলতে শুরু করেন।

দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রমের পর এ সময়ে এসে তারা টিভি নাটকে দর্শকপ্রিয় প্রিয় বাবা-মাতে পরিণত হয়েছেন। শুধু দর্শকেরই নয়, এ সময়ে যারা নিয়মিত নাটকে অভিনয় করছেন তাদের কাছেও ভীষণ প্রিয় মাসুম বাশার ও মিলি বাশার। সাম্প্রতিক সময়ে তারা একসঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সাফায়েত মনসুর রানা পরিচালিত ‘মধ্যনায়ক’ নাটকে অভিনয় করে। মাসুম বাশার ও মিলি বাশার প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি এক দিন’ সিনেমায়। সিনেমাটি মুক্তির পর দুজনেরই অভিনয় বেশ প্রশংসিত হয়। পরে তারা দুজন প্রয়াত সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘কালবেলা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় অভিনয় করেন। দুটো সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। একসঙ্গে তারা অভিনয় করছেন এনটিভিতে এজাজ মুন্নার নির্দেশনায় প্রচার চলতি ‘শহরালী’ ধারাবাহিকে। নতুন কাজ শুরু করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘পরিবার’ ও ইমদাদুল হক খানের ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকে। মাসুম বাশার জানান, দেশে ফিরে প্রথম একসঙ্গে মাতিয়া বানু শুকুর নির্দেশনায় ‘আগুন আল্পনা’ ধারাবাহিকে কাজ করেন। মিলি বাশারের অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন, ‘প্রথমেই নির্মাতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা আমাদের যথাযথ চরিত্রে কাজ করার সুযোগ করে দিচ্ছেন, সেসঙ্গে দর্শকের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। কারণ তাদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি মিলি ও আমি। মিলি তার অভিনীত প্রতিটি নাটকের বর্ণিত চরিত্রের গভীরে প্রবেশ করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করে। সেই থিয়েটার থেকেই তার মধ্যে নিময়মানুবর্তিতা, অধ্যবসায়ের এক অনন্য রূপ দেখেছি। তার কলটাইম ৮টায় থাকলে সাধারণত তার আগেই পৌঁছে যায়। একজন সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে সব সময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ মিলি বাশার বলেন, ‘একজন অভিনেতা হিসেবে মাসুম চমৎকার, তার চেয়েও অনেক বেশি চমৎকার একজন মানুষ হিসেবে। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য, জীবন আমার পরিপূর্ণ।’ মাসুম বাশার গতকাল আকাশ রঞ্জনের নতুন ধারাবাহিক আহাম্মকের শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে মিলি বাশার আজ সানী সানোয়ারের নির্দেশনায় একটি ওয়েব নাটকের কাজ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close