বিনোদন প্রতিবেদক

  ১৬ ডিসেম্বর, ২০১৯

বিজয় দিবসে সাবিনা ইয়াসমীনের দেশের গান

আবার দেশের গান গাইলেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আলাউদ্দীন আলীর সুরে, গীতিকবি সহিদ রাহমানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। ‘বাংলার মাটিতে লেখা/কত নাম রক্তাক্ষরে/মুক্তিযুদ্ধের সে কথা/বল ভুলে যাই কী করে/স্বদেশকে ভালোবেসে যারা/জীবনটা দিয়ে গেছে হেসে/তাদেরই জন্য এ মালা/কথা সুরে গাথা স্মৃতি বুকে রাখি ভরে’Ñ এমন কথায় সাজানো হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, অনেক দিন পর হৃদয় নিংড়ানো কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ, তাতো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ হবে। একই দিনে গানটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close